Let’s Learn The English Alphabet
কিভাবে ইংরেজি লেটার পরিচিত করাবো? কিভাবে বাচ্চাদের জন্য ইংলিশ লেটার চিনানো সহজ হবে?
প্রতিনিয়ত মায়েরা এসব বিষয় নিয়ে চিন্তিত থাকি। যদি কয়েকটা টিপস অনুসরণ করি তাহলে লেটার শিখানো সহজ হয়ে যাবে ইন-শা-আল্লাহ। কয়েকটা ধাপে আমরা লেটারের সাথে পরিচিত করাব, যদিও অনেকগুলো ধাপ তবে এই প্রোসেস খুব ইফেক্টিব হবে। এই প্রোসেসিং সাড়ে ৪ থেকে ৫ বছর বাচ্চাদের জন্য।
পেইজ -১
প্রথমে একটি নোটবুকে A letter লিখব। A এর সাইজ একটু বড় হবে। খুব সুন্দর দেখাতে A এর সাথে আপেল এর লুক দেওয়া যেতে পারে। যাতে বাচ্চাদের মাথায় সহজেই গেতে যায় যে A for Apple.
পেইজ-২
A দিয়ে একটি কবিতা লিখেছি।
A is for apple
Round and sweet
Red, yellow and green Apple
So good to eat
এই রাইম টা পড়ে পড়ে শুনাবেন এতে বাচ্চারা কেপিটল লেটার ও ইস্মল লেটার চিনতে পারবে।
আবার ছবি দেখে লাল হলুদ সবুজ রঙ এর সাথেও পরিচিত হবে।
বাকি অন্য লেটারের রাইম গুগলে পাবেন
পেইজ-৩
A দিয়ে কি কি শব্দ হয় তা শিখাব
নিজে পড়ে শুনাব আর বাচ্চা রিপিট করবে।
এই সব কিছু শুধু পড়ানোর জন্য।লিখার জন্য না।
পেইজ-৪
A লেটার কালার করব। যেমনই কালার করবে সমস্যা নেই।
পেইজ-৫
একটি আপেল আঁকবে। যেমন যা আকুক সমস্যা নেই। কারন এর আগের পেইজে আপেল দেখে এসেছে।
পেইজ -৬
এলোমেলো করে লেটার দেয়া থাকবে। ফাইন্ড আউট করবে A লেটার। ফাইন্ড আউট করে রঙ করবে।
পেইজ -৭
ডট ডট A লেটার লিখার প্র্যাক্টিস করবে। এই লিখার প্র্যাক্টিস করার আগে বাচ্চারা সর্বপ্রথম pattern -1 & 2 প্র্যাক্টিস করে শেষ দিবে। যে ব্লগ প্রি-স্কুলিং এ পাবেন ডিটেইলস।
পেইজ -৮
সবার শেষে একটি A লেটার এক্টিভিটি করবে।
যাতে কোনভাবেই বাচ্চারা ভুলে না যায়।
এভাবেই প্রতিটা লেটার প্র্যাক্টিস করাবে।