Qaida Lesson 1

Written By Holy Maktab

November 13, 2022

Qaida Lesson 1

 কায়দা কি? কায়দার জরুরত আছে কি?
কায়দা হল শিশুর কুরআনের দিকে আগানোর জন্য প্রথম ধাপ।
শিশু যখন জানে না কুরআন কি? কিভাবে পড়তে হয়?
হরফ কি? হরফের উচ্চারণ কিভাবে করতে হবে।।
যখন শিশুর বয়স ৫ বছর তখন থেকেই মক্তবে যাওয়া শুরু করে।
মক্তবে শুরু হয় কায়দার সাথে পথচলা।


আমরা কায়দার দিকে খেয়াল করলে দেখব প্রথমে হরফের সাথে পরিচয় করানো হয় তারপর হরকত জযম তাশদিদ এর সাথে পরিচয়। হরকতের সাথে পরিচয়ের আগে আবার আসে কাটা কাটা হরফ যা মুরাক্কাবের জন্য ব্যবহার হয়।


কথা হচ্ছে প্রথমে বাচ্চাদেরকে আরবি ২৯ টি হরফ যেমন আলিফ, দাল,যাল, আইন এর উচ্চারণ শিখানো হয় তার পরবর্তীতে যখন ২৯টি হরফের সাথে হরকত লাগানো হয় তখন উচ্চারনে অনেক পার্থক্য হয়ে যায় যেমন হরফের উচ্চারণ আলিফ আর হরকতের সাথে আ,ই,উ, দা, দি, দু।
এই হরফ আর হরকতের মাঝের উচ্চারণে পার্থক্য আয়ত্তে আনতে বাচ্চাদের মাঝে বিড়ম্বনা সৃষ্টি হয

 তাহলে এই বিষয়টিকে কিভাবে সহজ করে তোলা যায় বাচ্চাদের কাছে?

 আমরা কায়দায় বিসমিল্লাহ ও বিভিন্ন দেশের বেশ কিছু বই ঘেটে দেখলাম একেবারে হরকতের সাথে হরফের উচ্চারন শিখানো হয়। আমি কায়দায় বিসমিল্লাহ বই এর উপর ৬মাসের জন্য বাচ্চাদের একটি কোর্স করাই ।প্রথম থেকেই আমি চিন্তিত ছিলাম বিষয়টি নিয়ে যে,বাচ্চারা কতটা আয়ত্ত করতে পারবে অথবা কতটা সহজ হবে বাচ্চাদের জন্য। পরবর্তিতে খেয়াল করলাম বাচ্চারা খুব মজা করে সুরে সুরে পড়ছে । ভেবেছিলাম বাচ্চাদের জন্য কঠিন হবে কিন্তু বাচ্চারা এতটাই আনন্দ সহকারে পড়েছে যে বাচ্চাদের উপর তেমন কোন চাপ পরেনি । ৬ মাসের পর রেজাল্ট আমার কাছে ফকফকা। বাচ্চারা নিজেরাই সুরা ফাতেহা ,নাস,ফালাক পড়ছে আলহামদুলিল্লাহ। এর পর থেকে বিষয়টি নিয়ে আরো ঘাটাঘাটি করে দেখি সত্যি এভাবে কায়দা শুরু থেকে শুরু করাটা বেশি ফলপ্রসু ।

 তাহলে যেভাবে শুরু করব —

যেমন

اَ

اِ

اُ

بَবা

بِবি

بُবু

এখানে বাচ্চাদেরকে একসাথে ৩টি জিনিস শিখানো হয়

১.উচ্চারণ ।

২.হরকত এর পরিচয় ।

৩.হরফ চিনানো।

মোটকথা উচ্চারনের সাথে হরকতের সহ হরফের পরিচয় শিখানো যাবে ।

এভাবে ২৮টি হরফ শিখানো হবে।

 এতে করে বাচ্চারা সহজে ও দ্রুত বানান শিখে যাবে

যেমন -بَ بَ (বাবা) مَ مَ (মামা)।

 প্রায় ২৭/২৮ দিনে বাচ্চারা বানান শিখে যায়। আরো বিস্তারিত লেসন ২ তে আসবে ।