Tajweed Al Madd-1

Written By Holy Maktab

December 28, 2022

তাজবীদ কি?

তাজবিদ কোরআন মাজীদ এর এমন একটি অংশ যে অংশটি এর মাধ্যমে কোরআন শরীফ শুদ্ধভাবে উচ্চারণ করা যায়।
কারণ কোরআন মাজিদ শুদ্ধভাবে উচ্চারণ না করা হয় তাহলে এর অর্থ ভিন্ন হয়ে যায়।

আমাদের Holy Maktab মূল লক্ষ্য হলো কিভাবে সহজ উপায়ে বাচ্চাদেরকে তাজবিদ শেখানো যায়
যদি আমাদের নিয়ত থাকে যে তাদেরকে কুরআনের হিফয করানোর তাহলে ৬/৭ বছরেই বাচ্চাকে তাজবীদ শেখাতে হবে।
এতে করে ৮ বছরে হিফজ শুরু করতে পারবে। যদি তাজবীদ না পারে অথবা ছোট থেকেই না শেখানো হয় তাহলে নাজেরা চালু হবে না আর নাযেরা চালু না হলে হিফজ ও শুরু করতে পারবে না
এখন কথা হল বাচ্চার জন্য তাজবিদ আয়ত্ত করা আবার জায়গা মতো তাজবীদ ব্যবহার করা কঠিন হয়ে যায়। আর এই বিষয়টি বাচ্চাদের জন্য সহজ করাই হল হলি মক্তবের মূল লক্ষ্য।

তাজবিদের শুরুতে আমরা মদের হরফ শিখাই ।তাই আমাদের প্রথম আলোচনা মদের হরফ নিয়ে –

#মদের হরফ
এখন আমরা বাচ্চাদেরকে শেখাবো মাদ মানে কি?
মাদ মানে টেনে পড়া যেমন – বিইইইইই,তিইইই,জুউউউউ।
হরকত মানে তাড়াতাড়ি পড়া যেমন বা,বি,বু ,আর মদ মানে টেনে পড়া যেমন বাআআ,বিইই,বুউউ।

প্রতিষ্ঠানগুলোতে বা বইতে যা লিখা থাকে তা হল –
যবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফঃ با
পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও মাদের হরফঃ بو
যেরের বাম পাশে জযম ওয়ালা ইয়া মাদের হরফঃ بى
মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়।
বহু বছর ধরে এভাবে সবাই পড়ে আসছে
এটি অবশ্যই সঠিক পদ্ধতি তবে এই পদ্ধতিকে বাচ্চাদের জন্য মজাদার ও সহজলভ্য বানানোর জন্য আমরা যেভাবে চেষ্টা করতে পারি অথবা যেভাবে পড়াতে পারি তাহলো-
১.যবরের বন্ধু খালি আলিফ
২.যের এর বন্ধু জযমওয়ালা ইয়া।
৩.পেশ এর বন্ধু জযমওয়ালা ওয়াও।
এটা বাচ্চাদের প্রথমে ইয়াদ করাব। বাচ্চাদের বন্ধু বললে সহজেই ওদের মনে থাকবে।
#যদি যবরের পাশে তার বন্ধু খালি আলিফ আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়।
#যদি যের এর বন্ধু জযমওয়ালা ইয়া আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়।
#পেশের বন্ধু জযমওয়ালা ওয়াও আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়।

এইটা হল মুল পড়া। কিন্তু এই পড়া মজবুত করতে আমাদের আরো পরিশ্রম করতে হবে। যেমন
যখন উদাহারন গুলো পড়তে থাকবে তখন যেই মদ আসবে সাথে সাথে সংজ্ঞা বলা
যেমন-بَا
এখানে এভাবে বলবে যবর এর বন্ধু খালি আলিফ এসেছে বা আলিফ যবর বায়ায়ায়ায়া।

আরেকটি হল بِي
যের এর বন্ধু জযমওয়ালা ইয়া এসেছে, বা ইয়া যের বিইইই

আরেকটি হল بُو
পেশ এর বন্ধু জযমওয়ালা ওয়াও এসেছে,বা ওয়াও পেশ বুউউউ।
এভাবে চর্চা করতে থাকবে। বই দেখে পড়তে পারে অথবা নিচের ছবি দেখে দেখে পড়বে

বিশেষ কথা হল বাচ্চাদের পড়ানোর পর দেখা যাবে বাচ্চারা ভুলে যাচ্ছে বার বার ভুল করছে। কিন্ত ওরা তো বাচ্চাই ভুল করবেই ওদেরকে শিখানোর জন্য আমরা মায়েরা আছি উস্তাজারা আছি । তাই তাজবিদ শিখাতে গিয়ে বিরক্ত হওয়া যাবে না ।

তারপর যদি একটা এক্টিভিটি করানো যায় তাহলে বেস্ট হয় বিষয়টি। নিচে কি এক্টিভিটি করানো যায় এটার একটি ডেমো দেয়া আছে।

Download Now