ইসলামের ৫টি স্তম্ভ এর মধ্যে একটি বিশেষ স্তম্ভ হল হজ্ব ৷।
যখন আমাদের সামর্থ্য হয় তখনই হজ্ব আমাদের উপর ফরজ হয়।
আমরা দেখি প্রতি বছর আমাদের কাছের কেউ না কেউ হজ্বে যাচ্ছে। এই হজ্বের আনন্দ শুরু হয় রোজার ইদের পর থেকেই।
কিন্তু আমরা কি কখনও বাচ্চাদের সাথে আলোচনা করি হজ্ব কি? কিভাবে হজ্ব করতে হয়? হজ্বের সাথেই যে কুরবানি আছে এটা কি আপনার সন্তান জানে?
ইসলামের অন্যান্য রোকন সম্পর্কে ৫ বছরের বাচ্চারা যেভাবে বলতে পারবে সেভাবে ক হজ্ব সম্পর্কে বলতে পারবে? আমার মনে হয় পারবে না।
এই জন্য হজ্বের মৌসম আসলে মানে জিলহজ্জ মাসে হজ্ব নিয়ে আলোচনা তালিম করা বাসায়। আর সবসময় এর মত বাচ্চারা যাতে আনন্দসহ হজ্বকে মনে রাখে এই জন্য এক্টিভিটি করানো।