Pre- schooling Reading part-1
আমরা যদি বাচ্চার 3 বছর থেকে চিন্তা শুরু করি সহজভাবে কি করে শিশুদের রিডিং শেখানো যায় তাহলে ১৫-২০ মাসের মধ্যে বাচ্চারা রিডিং পড়া শিখে যাবে।
আমাদের দেশের বাচ্চাদের বেশি বিরম্বনা শুরু হয় ইংরেজি রিডিং পড়া নিয়েদেখা যায় ক্লাস ফাইভ/সিক্সে উঠে যায় কিন্তু প্রপারলি রিডিং পড়তে পারে না।
বাংলা আমাদের মাতৃভাষা তার জন্য খুব সহজভাবে হয়তো বাংলা রিডিং পড়া শিখতে ও শিখাতে পারি।কিন্তু ইংরেজির রিডিং এর বিষয়টি শিখা ও শেখানো নিয়ে মা ও বাচ্চা দুজনকে অনেক ঝামেলা পোহাতে হয়।
আদৌ কি বিষয়টি এত কঠিন?
কঠিন তো বটেই !যদি কঠিন নিয়মে অগ্রসর হই তবে কঠিন কিন্তু যদি সহজ পদ্ধতি অবলম্বন করি ও কিছু টিপস অনুসরন করি তাহলে বিষয়টি সহজ।
আমরা রিডিং শুরু করার প্রথমে যেটা করি তা হল আমরা লেটার এর নাম শেখায় যেমন ABC.
কিন্তু যখন আমরা ওয়ার্ড পড়তে যায় তখন কি Aa এর উচ্চারণ “এ” আসে? আসে না। আবার Bb এর উচ্চারণ “বি” আসে? আসে না।
ইংরেজি 26 টি বর্ণমালার মধ্যে কোনটির নাম ওয়ার্ড পড়তে আসে না। তাই আমরা দ্রুত রিডিং শেখানোর ক্ষেত্রে এলফাবেট এর নাম না শিখিয়ে সাউন্ড শেখাবো।
এখন কথা হল লেটার সাউন্ড কি?
যেমন –
- Aa name -এ
- Aa sound- (আ)
- Bb name -বি
- Bb sound- ব
যদিও লেখার দ্বারা প্রপার প্রনান্সিসান উঠে আসে নি।শুধু মাত্র বুঝানোর জন্য এখানে বাংলায় লিখেছি।
লেটার সাউন্ড শিখানোর বিশেষ আরেকটি সুবিধা হল,আমাদের এশিয়ানদের ইংরেজি প্রনান্সিসান সঠিক হয় না। ইংরেজিতে কথা বললেও মনে হয় বাংলা বলছে।
এইসব সমস্যার সমাধান হবে যদি প্রথম থেকেই লেটার এর প্রপার সাউন্ড শিখানো যায়। আর পরবর্তীতে রিডিং পড়তে বাচ্চাদের জন্য চাপ / বিড়ম্বনা সৃষ্টি হবে না। বরং সহজেই বানান করে পড়তে পারবে।
লেটারের এই সাউন্ড কে phonics (ফনিক্স) বলে।
এখন প্রশ্ন হল এই সাউন্ড শুরু করব কিভাবে?
প্রথমে আমরা 26 টি লেটার এর সাউন্ড শেখাব। এই সাউন্ড এর জন্য ইন্টারন্যাশনাল স্টান্ডার্ডে রেফারেন্সে দেয়া হল।
ABC এ লেটার এর সাউন্ড শেখানোর বিষয়টি আরও আকর্ষণীয় করার জন্য আমরা বাজারে কিছু লেটার এর ফ্ল্যাশ কার্ড পাওয়া যায় তা দিয়ে সেখানে ট্রাই করবো যাতে বাচ্চারা এতে আগ্রহ পায়।