যখন ইংরেজি 26 টি লেটার এর সাউন্ড শিখে যাবে তখন শব্দ উচ্চারণ করার জন্য ব্র্যান্ডিং শেখাতে হবে।
বাচ্চারা প্রতিটি অক্ষর এর সাউন্ড জানে কিন্তু দুইটি অক্ষর একসাথে মিলালে বা ব্লেন্ড করলে কি উচ্চারণ হবে তা জানে না।
তাই এবারের লক্ষ্য দুই শব্দের ব্লেন্ড শিখানো।
এই ব্লেন্ড শিখানোর জন্য আমরা Vowel এর সাথে Consonant মিলিয়ে শিখাব।
যেমন A+b, a+c, a+d ইত্যাদি।
Vowel দিয়ে শব্দ এই জন্য আগে শিখাবেন যাতে পরবর্তীতে যখন Cvc শব্দ পড়তে কোন অসুবিধা না হয়।
তারপর vowel দিয়ে শিখানো শেষ হলে Consonant +vowel যোগ করে শিখাতে হবে। আমাদের প্রথম ধাপ শিখাতে ৭/৮ দিন সময় প্রয়োজন হবে।এর পর পরবর্তী ধাপ মানে consonant +vowel শিখাতে ৭/৮ দিন সময় প্রয়োজন হবে। মোট ১৫ /১৮ দিনের মধ্যে বাচ্চারা দুটি শব্দ ব্লেন্ড শিখে যাবে।