Pre Schooling Writing Part 1

Written By Holy Maktab

September 30, 2022

আমরা কমবেশি মায়েরা বাচ্চাদের প্রি-স্কুলিং করাই।
এই প্রি-স্কুলিং শুরু করা হয় বাচ্চার বয়স যখন সাড়ে ৩- ৪ বছর এর মাঝেই।
এই বয়সটাতে খাতা কলম পেন্সিল নিয়ে শিশুদের কে পড়তে বসানো খুব যে সহজ নয় এই ব্যাপারে সব মায়েরা তিলে তিলে টের পায়।

 

 

 

 

এবার আসি মূল কথায়… আমরা প্রথমেই বাচ্চাদের কে বাংলা/ ইংরেজি বর্ণমালার সংঙ্গে পরিচয় সাথে লিখানো শুরু করে দেই। এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু এই বর্ণমালা লিখা শিখানো যে কতটা কঠিন বিষয় আমরা প্রায় মায়েরা জানি।
এই লিখা সহজ করার জন্য যদি কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে বাচ্চাদের জন্য খুব সহজ হয়ে যায়।
আর সাথে শিশুরা ইনজয় ও করবে ইন-শা-আল্লাহ।

 

 

 

 

ছবি নিছে দেওয়া হল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কথা হলো বর্ণমালা ৩/৪ বছরের বাচ্চাদেরকে শিখানো সহজ নয় এই জন্যই প্রথমে কিছু প্যাটার্ন শিখানো জরুরি ।
এখন আমরা কিভাবে বাচ্চাদের প্যাটার্ন প্র‍্যাক্টিস করাবো তার একটা নমুনা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রিন্ট করে প্র‍্যাক্টিস করাতে পারবেন। এটা সমপূর্ণ ফ্রি।
প্রথমে আমরা standing & sleeping line প্র‍্যাক্টিস করব,তারপর আমরা slanting line প্র‍্যাক্টিস করাব । একটু আঁকাবাকা হবে প্রথম প্রথম,ধীরে ধীরে সোজা হয়ে যাবে।
যদি নিজে বাসায় প্র‍্যাক্টিস করাতে চান তাহলে পেইজ এ কিছু কালারফুল আর্ট করে দিবেন তাতে বাচ্চারা আগ্রহ বেশি পাবে।
আর একবার শিট বানিয়ে উপরে প্লাস্টিক লাগিয়ে নিতে পারেন যাতে রি-ইউজ করা যায়

 

 

 

 

যখন পুরাপুরি standing & sleeping line ও slanting line গুলো আয়ত্তে চলে আসবে তারপর পরের ধাপ মানে প্যাটার্ন -২ তে যেতে হবে ।

Pre Schooling Writing Part 2

 

 

 

 

 

Pattern-2 Practice