Site icon Holy Maktab

Ramadan Project 2

এই রমাদান মাসে বাচ্চাদের স্কুল মাদরাসা ছুটি থাকে।
এই একমাস বাচ্চাদের পড়াশোনা বলতে একদম অফ থাকে।
এই সময় মায়েদের একটাই চিন্তা কি নিয়ে ব্যস্ত রাখবে তাদের সন্তানদের। তাই Holy Maktab দিচ্ছে কিছু আইডিয়া যাতে বাচ্চারা আনন্দের সাথে নতুন কিছু শিখতে পারে আবার বাচ্চারা ব্যস্ত সময় ও পার করে৷
রমাদানে মোটামুটি সবাই সকালে ফ্রি থাকে। তাই বাচ্চাদের এক্টিভিটি করানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সময় সকাল।

তাহলে ডে -ওয়ান থেকে ডে-থার্টি পর্যন্ত একটি প্লান নিয়ে আসব ইন-শা-আল্লাহ।

Day 1
যেহেতু রমাদানের প্রথম দিন, প্রথম রোজা এই প্রথম দিনের উদযাপন হবে বিশেষভাবে। কারন ছোট থেকে বড়রা এই প্রথম রোজা খুব আনন্দের সাথে কাটায়। এই আনন্দকে আরো সুন্দর ভাবে উদযাপন করতে আমরা বাচ্চাদের দিকে রমাদান ব্যানার বানাব। যেটা কাগজের হবে। সাথে কেটে দেয়ালে সাজাবে। বুঝার জন্য নিচের ছবিটি দেখুন।

Day-2
২য় দিন খেলবে ওয়ার্ড সার্চ নিয়ে। রমাদান ওয়ার্ড সার্চ। এতে নতুন কিছু বানান শিখবে। শব্দ মিলানো শিখবে।
নিচের ছবিতে ডেমো দিয়েছি।

Exit mobile version