তাশদিদ বা সাদ্দা দেখতে এমন-
এটা দেখতে ইংরেজি লেটার w এর মত। সাদ্দা মানে ডাবলিং মানে দুইবার পড়া। কিভাবে পড়তে হবে তা উস্তাজা থেকে শিখে নিবে । এখন আমরা তাশদিদ এর সাথে সম্পর্কিত গুন্নাহ নিয়ে জানব।
প্রথমে জানি গুন্নাহ কি? কিভাবে করব গুন্নাহ?
হরফ নাকে চেপে ধরে রাখাটাই গুন্না। বাকি প্র্যাক্টিস উস্তাজা থেকে জেনে নিবে।
এখন বলি ওয়াজিব গুন্নাহ কি?
م ওن এই দুইটা অক্ষরে যখন তাশদিদ হবে মানে –
যখন নুন ও মিম এ তাশদীদ হয় তাকে বলে ওয়াজিব গুন্নাহ। যেমন –
اَنَّ اَمَّ