১.সিরাত অর্থ কি?
উত্তর – পথ,রাস্তা
২. রাসুন (স.) মায়ের স্নেহে কত বছর পর্যন্ত ছিলেন?
উত্তরঃ ৬বছর
৩.রাসূল (সা) এর কোন স্ত্রীকে আল্লাহ তা’আলা সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা) কে।
৪.রাসূল (সা)-কে সালাত শিক্ষা দিয়েছেন কে?
উ: জিবরাঈল (আ)।
৫.কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি সর্বমোট কতবার এসেছে?
উ: চারবার (৪)।
৬.নবী (সা) এর ডাক নাম কি ছিলো ?
উ: আবুল কাসিম।
৭.রাসুলুল্লাহ সাঃ এর শেষ আমল কি ছিলো?
উ: মিসওয়াক।
৮.কৈশরে রাসূল (সা) কি কাজ করতেন?
উ: ছাগল চড়ানোর কাজ করতেন।
৯.রাসূলুল্লাহ (সা) এর সর্বমোট কতজন সন্তান ছিলেন?
উ: ৭ জন।
১০.বিশ্বনবীর সিনা চাক কতবার হয়েছিল ?
উত্তর : মোট চারবার হয়েছিল ।
১১. বিবি খাদিজার উপাধি কি ছিল ?
উত্তর : তাহেরা ( পবিত্রা ) ।
১২.: কত বছর বয়সে বিবি খাদিজা ইন্তেকাল করেন ?
উত্তর : ৬৫ বছর বয়সে ।
১৩.হযরত জিব্রাঈল ( আ: ) কতবার বিশ্ব নবীর নিকট আগমন করেন ?
উত্তর : চব্বিশ হাজার বার ।
১৪.হজ্জ্ব কখন ফরজ হয় ?
উত্তর : ৯ম হিজরীতে ।
১৫. বিদায় হজ্জ্ব কোন সনে অনুষ্ঠিত হয় ?
উত্তর : ৯ম হিজরীর জুলক্বাদ মাসের ২৫ তারিখ ।