Seerah Quiz/ সিরাত প্রশ্ন

Written By Holy Maktab

March 7, 2023

রাসুল (সা.) এর মদীনার জীবন থেকে কুইজ

মসজিদে নববি কোথায় অবস্হিত?
উ: মদীনায় অবস্হিত।
মদীনায় রাসুল (স.) কার ঘরে অবস্থান করে?
উ: আয়্যুব আনসারীর ঘরে।
রাসুল (স.) ওফাত কত বছরে হয়?
উ: ৬৩ টি বছর।
রাসুল (সা.) এর ওফাত কত হিজরি সনে হয়?
উ: একাদশ হিজরি সনে।
বিদায় হজ কত হিজরি সনে হয়?
উ: ৯ম হিজরি।
মদীনায় হিজরতের সময় সফরসঙ্গী কে ছিল?
উ: আবু বকর সিদ্দিক (রা.)।

মক্কা থেকে কতদুরে মদীনা অবস্হিত?
উ:২৭০ মাইল দূরে।
মদীনার প্রাচীন নাম কি ছিল?
উ:ইয়াছবীব
আযানের বানী কোন সাহাবি স্বপ্নে দেখেন?
উ:আব্দুল্লাহ বিন যায়েদ সপ্নে দেখেন।
আয়্যুর আনসারির কবর কোথায়?
উ: ইস্তাম্বুল তুরস্ক।
বদরের যুদ্ধ কবে সংঘটিত হয়?
উ:২য় হিজরির রমাদান মাসে
মক্কা বিজয় কবে হয়?
উ:৮ম হিজরি তে
রাসুল কত বছর মদীনায় অবস্থান করেন?
উ;১০ বছর
মক্কা থেকে মদীনার পথে রাসুল কোন গোহায় অবস্থান করেন?
উ:গাউরে ছাওর।
হিজরতের সময় রাসুল (সা.)এর সাথে কোন সাহাবি ছিল?
উ:আবু বকর (রা.)
বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল?
উ:৩১৩জন