Site icon Holy Maktab

Tajweed Madd e Arjee

মদ্দে আরজি কাকে বলে তা জানার আগে আমরা জানব ওয়াকফ কি? ওয়াকফ দেখতে কেমন?

এখানে যে আয়াতের শেষ এ গোল চিহ্ন দেখছ এটাই ওয়াফক।এখানেই থামতে হবে ম।
আয়াত যেখানে শেষ হয় বা শেষ হবে ঐ জায়গায় যে চিহ্ন থাকে তাকেই ওয়াকফ বলে।

 

মদ্দের আরজি হল
মদ্দের হরফের বামের হরফে ওয়াক্ফ করলে বা হলে তাকে মদ্দে আরজী বলে। ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমনঃ-
اَلْعٰلَمِيْنَ ۝اَلْيَتِيْمُ ۝

 এখন আমরা কাগজে কলমে দেখব কিভাবে মদ্দে আরজি হয়। নিচের ছবি থেকে বুঝে নিও।

 

Exit mobile version